হজ মৌসুমে রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ১৯ লাখ মুসল্লি
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ১২:১৬ দুপুর
নিউজ ডেস্ক

চলতি বছরের হজ মৌসুমে পবিত্র মসজিদে নববির গুরুত্বপূর্ণ স্থান রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন প্রায় ১৯ লাখ ৫৮ হাজার ৭৬ জন মুসল্লি। এই তথ্য জানিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ১ জিলকদ থেকে ২৯ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে রিয়াজুল জান্নায় নফল নামাজ আদায়কারীদের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রওজা শরিফ জিয়ারত করেছেন ৩৪ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন ধর্মপ্রাণ মুসল্লি।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যিয়ারত ও নামাজ আদায় নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যেন মুসল্লিরা স্বস্তি, নিরাপত্তা ও আত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।

উল্লেখ্য, রিয়াজুল জান্নার আয়তন ৩৩০ বর্গমিটার, যেখানে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সাধারণত প্রতিটি যিয়ারতকারীর জন্য ১০ মিনিট সময় নির্ধারিত থাকে।

রওজা শরিফে যিয়ারত সহজ করতে কর্তৃপক্ষ চারটি ধাপে প্রবেশ পদ্ধতি নির্ধারণ করেছে:

১. ‘নুসুক’ ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা।
২. ইলেকট্রনিক ডিভাইসে কিউআর কোড স্ক্যান করা।
৩. নির্ধারিত স্থানে অপেক্ষা করা।
৪. এরপর যিয়ারতের অনুমতি প্রদান করা হয়।

এনএইচ/