সিঙ্গাপুর-মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক

৭ দিনের সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের দিনে সফরের উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সভা-সমাবেশ, মতবিনিময় সভা, দাওয়াতি ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ সফরের মূল উদ্দেশ্য প্রবাসীদের মাঝে ইসলামী রাজনীতির চেতনা জাগ্রত করা, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে প্রবাসেও আরও বেগবান করা।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় শাখা এবং কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এতে সংগঠনের আন্তর্জাতিক সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সফরকালে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

আগামী ২৫ জুলাই (শুক্রবার) রাতে নেতৃদ্বয় দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

এনএইচ/