ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে দুইদিনব্যাপী ‘সহযোগী সদস্য কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ জুলাই, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর মজলিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি এইচ এম শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহিব আজিজের সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রায়হান আলী।

কর্মশালার শুরুতে দারসুল হাদীস পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, লে. কর্ণেল ডা. এমদাদুল হক ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ইসমাইল খন্দকার।

দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা শাহাবুদ্দীন আহমেদ খন্দকার, মালয়েশিয়া শাখা সভাপতি তাসলিম উদ্দিন, মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুশফিকুস সালেহিন, শাখা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আবরার মাযহারী, পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মশালায় অংশগ্রহণকারী সহযোগী সদস্যদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

এসএকে/