বালুচিস্তানে যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় নিহত ৩, আহত ৭
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ১১:১৪ দুপুর
নিউজ ডেস্ক

পাকিস্তানের বালুচিস্তানের কালাত জেলায় একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার নেমারঘ ক্রস এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

করাচি থেকে কোয়েটাগামী বাসটি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা বন্দুকধারীরা বাস লক্ষ্য করে গুলি চালায় এবং পরে হাতবোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলে তীব্র বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের কালাত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং হামলাকারীরা রাস্তাটির দুই পাশ থেকে আক্রমণ চালায়। নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর কাজ বলে মন্তব্য করেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দেন।

এর কয়েকদিন আগেই বালুচিস্তানের ঝোব ও লোরালাই জেলায় ৯ যাত্রীকে অপহরণ করে হত্যা করা হয়। ওই ঘটনার জন্যও পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে।

সূত্র: জিও টিভি

এসএকে/