কেন ডান কাত হয়ে ঘুমাবো?
প্রকাশ:
১৭ জুলাই, ২০২৫, ১০:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ মিজানুর রহমান || ঘুম মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শারীরিক বিশ্রাম, মানসিক প্রশান্তি আর নতুন দিনের জন্য প্রস্তুতি—সবকিছুরই সূচনা হয় একটি গভীর ও স্বাস্থ্যকর ঘুম থেকে। কিন্তু শুধু ঘুমালেই হয় না, কীভাবে ঘুমাচ্ছি—তাও খুব গুরুত্বপূর্ণ। ঘুমের ভঙ্গি আমাদের শরীর ও স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। আর এ কারণেই ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞান—দু’টিই ডান কাত হয়ে ঘুমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে। ডান কাত হয়ে ঘুমানো ইসলামী ও বিজ্ঞান–দুই দিক থেকেই উপকারী হিসেবে বিবেচিত। ইসলামী দৃষ্টিভঙ্গি: আত্মসমর্পণের ভাব: বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: লিভার ও ফুসফুসের রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে: ঘুমের মান উন্নত হয়: এসএকে/ |