নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির মামলা বহাল, বাতিলের আবেদন খারিজ
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৯:৩৭ সকাল
নিউজ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে। ইসরায়েল সরকারের দাখিল করা বাতিলের আবেদন আদালত খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত পুরোপুরি স্থগিত রাখার আবেদন করে ইসরায়েল। তবে আদালত উভয় আবেদনই নাকচ করে দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় চলমান যুদ্ধ ও তাতে ইসরায়েলের ভূমিকা নিয়ে আইসিসির এখতিয়ার চ্যালেঞ্জ করে যে আপত্তি উত্থাপন করা হয়েছে, তা এখনো বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনি পর্যালোচনা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন ও সামরিক আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো এই আগ্রাসনের নিন্দা জানিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেছে।

বিশ্লেষকদের মতে, আইসিসির এ সিদ্ধান্তের ফলে ইসরায়েল ও এর নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে।

এসএকে/