জাতীয় উলামা কাউন্সিল গঠনে ১৭ সদস্যের প্রস্তুতি কমিটি
প্রকাশ:
১৭ জুলাই, ২০২৫, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় নেতৃত্ব বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে ‘জাতীয় উলামা কাউন্সিল’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হকের আহ্বানে গুরুত্বপূর্ণ এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় বুধবার (১৬ জুলাই)। সেখানে আলোচনা হয়েছে একটি শক্তিশালী জাতীয় উলামা কাঠামো গঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে। দেশের গ্রহণযোগ্য উলামায়ে কেরামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করেন আল্লামা মামুনুল হক। কমিটির সদস্যরা হলেন- সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— মাওলানা ইউসুফ আশরাফ, মুফতি সাঈদ নূর, শাইখুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল বাসেত খান, ক্বারী আহমদ বিন ইউসুফ, মাওলানা আব্দুর রহিম মাদানী, মাওলানা আক্তারুজ্জামান, মুফতী নোমান কাসেমী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা বদরে আলম সিলেটি, মাওলানা মাহমুদুল হাসান, এসএকে/ |