টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ১১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে একটি ডাকাত দলের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এই অভিযান চালানো হলেও কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির একটি বিশেষ দল রঙ্গীখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ডাকাত দলের আস্তানাটি ঘিরে ফেলে সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় ডাকাত সদস্যরা।

অভিযান শেষে উদ্ধার করা হয়েছে—একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি এলজি, একটি গাদাবন্দুক, ২১ রাউন্ড রিভলবারের গুলি, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ছররা গুলি, ৫টি গুলির খোসা এবং ৩টি ধারালো কিরিচ।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আজ (বুধবার) সকালে জানান, “উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

এসএকে/