খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৬:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার আওতাধীন বার্মিংহাম শাখার উদ্যোগে সোমবার (১৪ জুলাই) বার্মিংহামস্থ দারুসসুন্নাহ হল রুমে শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। 

অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন- মাওলানা আ.ফ.ম শুয়াইব এবং সেক্রেটারি মনোনীত হন হাফিজ মাওলানা হুসাইন আহমেদ।

সেক্রেটারি হাফিজ মাওলানা হুসাইন আহমেদের সঞ্চালনায় পবিত্র আল-কোরান থেকে তেলাওয়াত করেন- ক্বারী আব্দুর রহমান বাহার। দারসে কোরআন পেশ করেন যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির। 

যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি- মুফতি তাজুল ইসলাম, সেক্রেটারি- মাওলানা এনামুল হাসান ছাবির ও অন্যান্য দায়িত্বশীলদের তত্ত্বাবধানে বার্মিংহাম শাখা দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান- মুফতি তাজুল ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব ইনামুর রহমান, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব।

এমএইচ/