বিশ্ববিদ্যালয় পড়ুয়া (জেনারেল) শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এ নিম্নোক্ত গুরুত্বপূর্ণ পদে যোগ্য, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা
আরবি ভাষা প্রশিক্ষক – ০৩ জন
বেতন ও অন্যান্য সুবিধাসমূহ
৩০,০০০ – ৫০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনাসাপেক্ষে নির্ধারিত হবে)
বার্ষিক বেতন পর্যালোচনা
বছরে ২টি বোনাস
প্রভিডেন্ট ফান্ড
নিয়মিত মূল্যায়ন ও পদোন্নতি
প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ
একটি নিবেদিত দ্বীনি শিক্ষাব্যবস্থার অংশ হওয়ার সুযোগ
কর্মঘণ্টা: সকাল ৯:০০-৬:০০ ফুলটাইম।
যোগ্যতা:
১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক-স্নাতকোত্তর/ ডিপ্লোমা/ তাখাছ্ছুছ ডিগ্রিধারী
২. দাওরায়ে হাদিস/ স্নাতক [মুমতাজ/ সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ]
৩. আরবি ভাষা ও ব্যাকরণে পারদর্শিতা
৪. আরবি কথ্য ও লিখিত ভাষায় সাবলীলতা
৫. সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা
৬. দায়িত্ববান, দ্বীনদার এবং শিক্ষাদানে আগ্রহী
দায়িত্ব ও কাজের পরিধি:
১. বিশ্ববিদ্যালয় পড়ুয়া জেনারেল শিক্ষিত তরুণদের আরবি ভাষার পাঠদান
২. আধুনিক ও কার্যকর পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান
৩. শিক্ষার্থীদের আরবি বলার, লেখার ও বোঝার সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখা
৪. আরবি শিক্ষাদানে কার্যকর টিচিং মেথড অবলম্বন
৫. শিক্ষার্থীদের ক্লাস পর্যবেক্ষণ করে গাইডলাইন ও কার্যকর পরামর্শ প্রদান
৬. প্রয়োজনীয় আরবি ভাষাভিত্তিক টুল ও টিচিং রিসোর্স প্রদান
৭. শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পরিচালনা
৮. শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সব ধরনের নির্দেশনা অনুসরণ
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই (বুধবার) ২০২৫
ভাইভা পরীক্ষার তারিখ: ৩০ জুলাই (বুধবার) ২০২৫
ভাইভা সংক্রান্ত নির্দেশনা:
ক. প্রাপ্ত আবেদনপত্রসমূহ পর্যালোচনা করে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হবেন।
খ. নির্বাচিত প্রার্থীদেরকে এক সপ্তাহের জন্য নির্ধারিত পাঠ্য উপকরণ প্রদান করা হবে।
গ. ভাইভা পরীক্ষাটি উক্ত পাঠ্য উপকরণের আলোকে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
১. সর্বশেষ একাডেমিক সনদপত্র বা রেজাল্টশিট
২. আরবি ভাষা, সাহিত্য বিষয়ক দক্ষতার প্রমাণপত্র বা প্রশিক্ষণের সার্টিফিকেট
৩. পূর্ববর্তী আরবি শিক্ষকতা/প্রশিক্ষণ অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪. আরবি ভাষায় বক্তৃতা বা লেখালেখির কোনো নমুনা (যদি থাকে)
৫. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদের ফটোকপি
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
৭. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
আমাদের স্বপ্ন
আমরা এমন একদল শিক্ষক খুঁজছি, যারা কেবল পেশাগত নয়, বরং নৈতিক, আন্তরিক ও দ্বীনি দায়বদ্ধতাসম্পন্ন। যারা ইলমের আলোয় সমাজ আলোকিত করতে আগ্রহী।
আপনি যদি নিজেকে সেই অভিজ্ঞ, আন্তরিক ও যোগ্য শিক্ষক মনে করেন, তবে আজই আবেদন করুন।
আবেদনের লিংক : https://forms.gle/nTipUgYqVib2gwya8
যোগাযোগ: +880 1958-277668
আস-সুন্নাহ ফাউন্ডেশন প্লট-৭০, রোড-৩, ব্লক-সি,
(সিরাজ কনভেনশন সেন্টারের বিপরীতে) আফতাবনগর, ঢাকা-১২১২
এসএকে/