তুরাগে জমিয়তের গণসংযোগ ও প্রচার মিছিল
প্রকাশ:
১৫ জুলাই, ২০২৫, ০৮:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বৃহত্তর উত্তরার উদ্যোগে আয়োজিত ‘জুলাই সম্মেলন’ আগামী শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার (১৪ জুলাই) বাদ আসর তুরাগ থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম এবং তুরাগ থানা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা। এসএকে/ |