ভাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে ইসলামিক ফাউন্ডেশন ভাঙ্গা উপজেলার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. ইয়াসিন মোল্যা এবং সঞ্চালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার এইচ এম রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন, জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আশরাফ।

অন্যান্য অংশগ্রহণকারীরা ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ভাঙ্গা উপজেলার মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা আইয়ুব আলী, মাওলানা কিবরিয়া মুন্সি, হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, মাওলানা তৌকির আহমেদ, মুফতি মোকাররম হুসাইন, মাওলানা আলী হায়দার, হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল হাসান মুস্তাকিনসহ স্থানীয় আলেম-ওলামা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে চলমান নানা সমস্যার সমাধানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইমাম ও আলেম সমাজ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন।

সভায় প্রধান অতিথি মো. ইয়াসিন মোল্যা ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি জুমার খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা ও সন্ত্রাসবিরোধী বার্তা তুলে ধরুন। মুসল্লিদেরকে আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার বিষয়ে উৎসাহ দিন।"

তিনি আরও বলেন, "শিশুদের ফজরের পর কুরআন শিক্ষার জন্য মক্তবে পাঠানো এবং সন্ধ্যার পরে তাদের বাইরে না থাকতে দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।"

সভাটি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সমাজ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

এসএকে/