খাগড়াছড়িতে মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৫, ১২:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলার ওলামায়ে কেরামের বৃহৎ প্লাটফর্ম খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে"মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২জুলাই) সকাল ১০টায় টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা মহিউদ্দিন বিন সূরুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খান নদভী। তিনি বলেন, একটি রাষ্ট্রকে সে দেশের সেনাবাহিনী, প্রশাসন ও রাজনীতি নেতারা রক্ষা করতে পারে না;বরং একটি রাষ্ট্রকে মানুষের ঈমান এবং দেশপ্রেমই রক্ষা করতে পারে । তিনি মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশের ভূগোলিক এবং চারপাশ বিবেচনা করলে বুঝা যায়;তিন পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরের তিন জেলার মানুষেকে কুরআন, ঈমান -আমল শিক্ষা দিতে পারলে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব, অখন্ডতা ও ইসলাম নিরাপদে থাকবে। প্রধান আলোচক বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক বলেন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো দুটি। তালিম ও তারবিয়াত।যে কওমি মাদ্রাসায় তা'লীম আছে,তারবিয়াত নেই সেটি প্রকৃত ক্বওমি মাদ্রাসা নয়। তিনি মহিলাদের শিক্ষা প্রসঙ্গে বলেন, আমাদের মেয়েদেরকে সুশিক্ষার শিক্ষিত করতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র অনেক পরিবর্তন হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গওহরপুরি রহ. এর সাহেবজাদা বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু,পরিদর্শক মুফতি আব্দুল ওয়াহ্হাব,প্রকাশণা বিভাগীয় সহকারী প্রধান মাওলানা মুফতি নাঈম উদ্দিন,খুদ্দামুল কুরআন সংস্থার পরিচালক মাওলানা মুফতি বখতিয়ার সরদার, বেফাকের জেলা সেক্রেটারি মাওলানা মুফতি নোমান, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা নুর হোসাইন,মাওলানা মুফতি শামীম হোসেন ফারুকী,মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক,পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা জামালুল হাসান জামিল, লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম ফারুকী, মহালছড়ি উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুল কবির আরমান প্রমুখ বক্তব্য রাখেন। আরএইচ/ |