বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা পুনর্গঠন
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৫, ১১:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে। রোববার (১৩ জুলাই) শাখা সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাইফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল বিন হায়দারের পরিচালনায় ২০২৩-২৪ সেশনের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। শুরার অধিবেশনে উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন মাওলানা সাঈদ আহমদ সাইফি, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মাওলানা ইসমাইল বিন হায়দার। অতিথিবৃন্দ নতুন কমিটিকে আরও উদ্দীপনার সাথে ঠাকুরগাঁও জেলাতে সংগঠনের কাজকে বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এমএইচ/ |