পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

অবশেষে রাশিয়ার সঙ্গে বড়সড় শিল্পচুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান। দীর্ঘ আলোচনার পর প্রায় ২.৬ বিলিয়ন ডলারের এই চুক্তি স্বাক্ষর করল দুই দেশ। 

মস্কোয় পাকিস্তান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের সচিব সাইফ আনজুম এবং রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এলএলসি সংস্থার মহাপরিচালক ভাদিম ভেলিচকো।

উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ সহকারী হারুন আখতার খান এবং রাশিয়ায় নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি।

জানা গেছে, চুক্তির অধীনে করাচির ৭০০ একর জমির উপর নির্মিত হবে অত্যাধুনিক একটি ইস্পাত কারখানা। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্পাত চাহিদার বড় একটি অংশ মিটবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পাকিস্তানের চাহিদা ও উৎপাদনের মধ্যে ৩.১ মিলিয়ন টনের ফারাক রয়েছে। এই নতুন প্ল্যান্ট চালু হলে সেই ব্যবধান অনেকটাই কমে যাবে বলে আশাবাদী ইসলামাবাদ। একইসঙ্গে, ইস্পাত আমদানির ওপর নির্ভরতা ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে বলেও দাবি পাকিস্তান সরকারের।

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এই চুক্তি অনেক পুরনো। ১৯৭০-এর দশকে সোভিয়েত জামানায় এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। ১৯৯২ সাল পর্যন্ত এই প্ল্যান্ট রমরমিয়ে চালু থাকে। এরপর দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে কারখানাটি ২.১৪ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়ে। এই অবস্থায় আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার জেরে ২০১৫ সালে এই প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। রাশিয়ার সঙ্গে চুক্তি করে সেই কারখানাই নতুন করে খুলতে চলেছে পাকিস্তান। ইসলামাবাদ চায়, নতুন চুক্তির মাধ্যমে রাশিয়া পাকিস্তানকে অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত মেশিন পাঠাবে। 

জিও নিউজ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য রাশিয়া ও মধ্য এশিয়ায় বিস্তৃত বাণিজ্য করিডোর এবং লজিস্টিক রুট বৃদ্ধির মাধ্যমে পাকিস্তানকে একটি কৌশলগত ট্রানজিট হাবে রূপান্তর করা। সূত্র: জিও নিউজ, ডন নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

এসএকে/