‘শাপলা’ প্রতীকে অনড় এনসিপি
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

নবনিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে প্রতীক হিসেবে ‘শাপলা’ চূড়ান্তভাবে দাবি করেছে। রবিবার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় দলটির প্রতিনিধিদল। একইসঙ্গে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানায় তারা।

সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে এই বৈঠকে বসে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপির আর কোনো বিকল্প নেই। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই প্রতীক আমাদের রাজনৈতিক দর্শন, সংস্কৃতি ও সংগ্রামের প্রতীক। নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয়, তবে আমরা আইনি ও রাজনৈতিকভাবে আমাদের অবস্থান সুস্পষ্ট করব।”

নৌকা প্রতীক বাতিলের দাবিতে তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে দলটি কোনো প্রতীক বরাদ্দ পাওয়ার অধিকার রাখে না। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে ‘নৌকা’ প্রতীককে তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছি।”

এনসিপি দাবি করছে, প্রতীক বরাদ্দে সকল রাজনৈতিক দলের জন্য সমতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে হবে, বিশেষ করে নিবন্ধনহীন দলগুলোর প্রতীক তালিকায় অবস্থান রাখাটা সাংবিধানিক প্রশ্ন তুলতে পারে।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলগুলোর আবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিদ্যমান আইন, নীতিমালা ও নির্বাচন আচরণবিধির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি সমতার সমাজ, রাজনৈতিক সংস্কার ও তরুণ নেতৃত্বে বিশ্বাসী বলে জানিয়েছে। এনসিপি শাপলা প্রতীককে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে তুলে ধরছে।

এসএকে/