কাশ্মীরিদের সংগ্রাম অব্যাহত থাকবে, পাকিস্তানের সমর্থন
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ১১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে রোববার (১৩ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতি বছর ১৩ জুলাই পালন করা হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা শাসকদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাঁদের স্মরণেই দিনটি পালন করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “এই দিনটি কাশ্মীরি মুসলিমদের অটল মনোবল ও দমন-পীড়নের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের প্রতীক। তাদের স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রাম ইতিহাসের ধারায় গর্বিত এক অধ্যায়।”

তিনি আরও বলেন, “কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করে যাচ্ছে। পাকিস্তান সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিকভাবে কাশ্মীরিদের সংগ্রামে সমর্থন জানিয়ে যাব।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরি শহীদদের স্মরণ করে বলেন, “তাদের সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

এনএইচ/