সৌদিতে প্রতি ৯ মিনিটে একটি তালাক, বছরে বিচ্ছেদ ৫৭ হাজারের বেশি
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক

রিয়াদ, ১২ জুলাই (গালফ নিউজ): সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরে দেশটিতে ৫৭ হাজার ৫৯৫টি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১৫৭টি এবং প্রতি ৯ মিনিটে একটি করে বিবাহবিচ্ছেদ ঘটছে। তথ্যটি প্রকাশ করেছে সৌদি আরবের আইন মন্ত্রণালয়।

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো—বিচ্ছেদের ৬৫ শতাংশেরও বেশি ঘটনা ঘটেছে বিয়ের প্রথম এক বছরের মধ্যেই। পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর নিবন্ধিত মোট বিবাহের ১২.৬ শতাংশই বিচ্ছেদে রূপ নিয়েছে।

আঞ্চলিক বিচ্ছেদ হারের দিক থেকে শীর্ষে রয়েছে আল-বাহা অঞ্চল, যেখানে ৩৬ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরপরে রয়েছে রিয়াদ (২১.৭ শতাংশ) এবং হাইল (১৯.২ শতাংশ)।

বিচ্ছেদের কারণ নিয়ে সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজার বলেন, “দাম্পত্য জীবন সম্পর্কে ভুল ধারণা এবং মানসিক প্রস্তুতির অভাবই মূলত এ ধরনের বিচ্ছেদের জন্য দায়ী। তাড়াহুড়ো করে সঙ্গী নির্বাচন, অতিরিক্ত বিয়ের খরচ, পরিবারে হস্তক্ষেপ এবং বিয়ের পর আচরণগত পরিবর্তনও বিবাহবিচ্ছেদের বড় কারণ।”

তিনি আরও বলেন, “বিয়ে কোনো আনন্দ উৎসব বা কেবল মধুচন্দ্রিমার বিষয় নয়; এটি একটি দীর্ঘমেয়াদী জীবন প্রকল্প। এর জন্য প্রয়োজন পরিপক্বতা, আন্তরিক যোগাযোগ এবং বাস্তবসম্মত প্রত্যাশা—যা বর্তমানে অনেক সম্পর্কেই অনুপস্থিত।”

এনএইচ/