ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
প্রকাশ:
১২ জুলাই, ২০২৫, ০৬:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। এর আগের দিন, শুক্রবার রাত ১০টায় সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আবাসিক হল ও শহীদ মিনার এলাকা ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমাবেশে সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, “একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার মধ্য দিয়ে নৃশংসতা ও চাঁদাবাজির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। নতুন বাংলাদেশে এ ধরনের বর্বরতা আমরা মেনে নেবো না। ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সাফায়েত মীর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, এসএকে/ |