মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ
প্রকাশ:
১২ জুলাই, ২০২৫, ০৩:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উজানীর ক্বারী ইব্রাহীম রহ. এর প্রপৌত্র মুফতি এহতেশামুল হক কাসেমী-এর নেতৃত্বে চান্দিনা বাজার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। এমএইচ/ |