প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি
প্রকাশ:
১২ জুলাই, ২০২৫, ০১:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “সম্প্রতি রাজধানীর চকবাজার থানাধীন এলাকায় প্রকাশ্যে পাথর মেরে এক ব্যবসায়ী এবং যুবদল কর্মী মইনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন বর্বরতায় সমগ্র জাতি স্তম্ভিত। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” মুন্না অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের যেসব কর্মীর নাম উঠে এসেছে, তাদেরকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি।” তবে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজে যাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত, তাদেরকেই মামলার প্রধান আসামি করা হয়নি। পুলিশ কৌশলে মূল খুনিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করেছে—যা অত্যন্ত রহস্যজনক।” তিনি আরও বলেন, “৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মূল ঘাতকরা এখনো গ্রেপ্তার হয়নি। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং প্রশ্ন তোলে—এখানে কোনো প্রকার দুরভিসন্ধি বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ আছে কি না।” এসএকে/ |