জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে
প্রকাশ:
১২ জুলাই, ২০২৫, ১২:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার চক্রান্ত চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তির কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেমদের অবদান’ শীর্ষক সেমিনার বক্তারা এ কথা বলেন। জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বর্ণনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলেম সমাজের প্রতিনিধিরা। যুবশক্তি জুলাই যোদ্ধাদের পাশে থাকবে জানিয়ে হেফাজতে ইসলামের নায়েবে অমির আল্লামা আহমেদ আলী কাসেমী বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজ লাগাতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আলেমদের অবদান তুলে ধরার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কোনো অপশক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফসল ঘরে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তা হেলায় হারানো যাবে না। যারা জুলাইয়ের সুযোগ নেয়ার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ার করেন তিনি। সেমিনারে উপস্থিত যুব আলেম ওলামাদের উদ্দেশ্যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম যুব আলেম সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা নৈতিক শক্তির জায়গা। মাদরাসা মসজিদের বাইরেও রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে হবে। তারিকুল ইসলাম বলেন, কেউ কেউ ফাঁকা মাঠে গোল দেয়ার জন্য সংস্কার না চেয়ে শুধু নির্বাচন চাচ্ছে। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই। জুলাই আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য উল্লেখ করে যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনে যুবশক্তি ও আলেম সমাজ একসাথে কাজ করবে। জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, দেশে আবারও আওয়ামী ছায়া দেখা গেলে মানুষ আর চুপ করে থাকবে না। সেমিনারে ইমাম পরিষদের সভাপতি আব্দুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মহিউদ্দিন রব্বানী, জাতীয় যুবশক্তির মাওলানা ইদ্রিস হোসাইনসহ যুব আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনএইচ/ |