মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা
প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:৫৬ সকাল
নিউজ ডেস্ক

খুতবা পছন্দ হয়নি, এজন্য মসজিদে ঢুকে ইমামকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে। মসজিদের ইমাম মাওলানা আ. ন.ম. নূরুর রহমান মাদানীকে কুপিয়ে জখম করেছেন বিল্লাল হোসেন নামে এক মুসল্লি। পরে মুসল্লিরা চাপাতিসহ তাকে আটক করেছে। গুরুতর আহত ইমামকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়।

শুক্রবার (১১ জুলাই ) দুপুর ২টায় শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে ঘটনাস্থলে এসে উত্তেজিত মুসল্লিদের শান্ত করেন। পরে স্থানীয় দের হস্তক্ষেপে হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হামলাকারী বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে হঠাৎ করেই মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে জুমার ইমামকে লক্ষ্যে করেয দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে এলোপাথরি কোপাতে থাকেন। কোপের আঘাতে ইমাম মুফতি নূরুর রহমান মাদানীর কানের গোড়া ও গালের অংশসহ কেটে যায়। উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে তাৎক্ষণিক আটক করে চাপাতিসহ পুলিশের হাতে সোপর্দ করেন।

স্থানীয়রা বলেন, নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে ইমাম সাহেব খুতবা দিতে থাকেন। খুতবার বাংলা অনুবাদ অভিযুক্ত ব্যক্তির মনপূত হয়নি বলে মন্তব্য করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

এনএইচ/