জমিয়তের দোহা সিটি শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ১২:১৮ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার দোহা সিটি শাখা কাউন্সিল সম্পন্ন হয়েছে। 
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টায় কাতারের রাজধানী দোহায় আল আসমাখ স্ট্রিটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার দোহা সিটি শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

হাফেজ দেলোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, মাওলানা আমজাদ হোসাইনের পরিচালনায় সদস্য সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন মহানগর শাখার আহ্বায়ক মাওলানা আব্দুস শহীদ জামিয়তী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কাতার জমিয়তের উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি সদস্য: মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও কাতার জমিয়ত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব: মাওলানা আবু মুসা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুজিবুর রহমান, হাফেজ আজমত উল্লাহ,

সম্মেলনে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে মাওলানা আব্দুশ শহীদ জমিয়তীকে সভাপতি, মাওলানা শোয়াইব আহমদকে সিনিয়র সহসভাপতি, হাফেজ আজমত উল্লাহকে সাধারণ সম্পাদক ও মাওলানা আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। 

প্রধান অতিথি মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ তার বক্তব্যে বলেন জমিয়ত একটি শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক দল এই দলকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, মধ্যপ্রাচ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রত্যেক শাখাকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে সকল নেতাকর্মীকে জান ও মালের কুরবানী দিতে হবে।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ নূরীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। 

উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা হুমায়ুন কবির, হাফিজ দেলোয়ার হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফখরুল হাসান,  সৌরভ খান, মাওলানা রুবেল আহমদ, মাওলানা ওবায়দুল্লাহ, হাফিজ জামিল আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ,মুসাহিদ আলী, হাফিজ ইয়ামিন, মাওলানা শাহ আলম, মাওলানা তাওহিদুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মনসুর আহমদ, বদর উদ্দিন,  আসাদুল হক, মিজানুর রহমান, মনসুর আহমদ,মোহাম্মদ আলী, মৌঃ আব্দুল্লাহ প্রমূখ।

সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা আবু মুসা সাহেব কমিটি ঘোষণা করেন এবং তার মোনাজাতের মাধ্যমে সদস্য সম্মেলন ও কাউন্সিল সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএম/