ভোলায় দাখিল পরীক্ষায় সেরা তা'মীরুল উম্মাহ মাদ্রাসা
প্রকাশ:
১০ জুলাই, ২০২৫, ০৮:৪৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন জিপিএ-৫.০০ (A+) এবং ১০ জন A গ্রেড অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে ১৯ জন ও সাধারণ বিভাগে ৬ জন জিপিএ ৫.০০ পেয়েছে। অন্য শিক্ষার্থীরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এমন অসাধারণ ফলাফলের মধ্য দিয়ে তারা আবারো ভোলা জেলার শীর্ষ মাদ্রাসা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করল। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। মাদ্রাসার অধ্যক্ষ এক বিবৃতিতে বলেন, “এই ফল আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করি।” এমন ধারাবাহিকতা বজায় থাকলে তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ভবিষ্যতে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে স্থান করে নেবে বলে জানান অভিভাবকরা। আইএউচ/ |