
| 	
        
			
							
			
			  ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫  
			
			
	
			
										প্রকাশ:
										১০ জুলাই, ২০২৫,  ০৩:৫৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 লোহিত সাগরে হুথি যোদ্ধাদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। বুধবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, গ্রিসের মালিকানাধীন এই জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হামলার পর ছয়জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুথি যোদ্ধাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলগামী ওই জাহাজে তারা ক্ষেপণাস্ত্র ও একটি নৌযান ব্যবহার করে আক্রমণ চালায়। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সোমবার চালানো ওই হামলার পর কিছু নাবিককে তারা নিজেরাই উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নৌ-অভিযান ‘অপারেশন অ্যাসপাইডস’ জানিয়েছে, আক্রান্ত জাহাজটিতে ২২ জন নাবিক ও তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক। সূত্র: আল জাজিরা এমএইচ/  |