কুমিল্লায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন
প্রকাশ:
১০ জুলাই, ২০২৫, ১১:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখার মজলিস কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার পূর্ব জেলা সহ-সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনের সঞ্চালনায় কুমিল্লার পূর্ব জেলার সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পূর্ব জেলার সেক্রেটারি মাওলানা মনির হোসাইন কাসেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পূর্ব জেলার সহ-সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, কুমিল্লার পূর্ব জেলার সহ-সেক্রেটারি মাওলানা জামিল আশরাফী, কুমিল্লার মহানগর সভাপতি মাওলানা সুলাইমান ও কুমিল্লার মহানগর সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান ও দোয়ার মাহফিলে মাওলানা মনির হোসাইন কাসেমী সাংগঠনিক অবকাঠামো তুলে ধরেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান করেন। আরএইচ/ |