‘ফিলিস্তিনের জন্য শান্তিই আমার সবচেয়ে বড় প্রার্থনা’ — লানা ডেল রে
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ১০:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানালেন বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও গীতিকার লানা ডেল রে। চলচ্চিত্রধর্মী ও বিষণ্ণ আবহের গানের জন্য পরিচিত এই শিল্পী জানান, ইসরাইলি হামলার প্রতিটি মুহূর্তে তিনি ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেন। তাঁর ভাষায়, “ফিলিস্তিনের জন্য শান্তিই আমার সবচেয়ে বড় কামনা।”

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মন্তব্যে লানা ডেল রে বলেন,

“হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করি। আমি সবসময়ই ইসরাইল-ফিলিস্তিন সংকটের খবর রাখছি। সব জাতির মধ্যে শান্তি কামনা করি।”

তিনি আরও লিখেন,

“আমি খুব আশাবাদী ছিলাম যখন শান্তিচুক্তি বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছিল। দূর থেকে যখন যুদ্ধের খবর দেখি, তখন আমার একমাত্র কামনা থাকে—শান্তি। নিরীহ মানুষদের মৃত্যু দেখা সবসময়ই অত্যন্ত কষ্টের। যেকোনো যুদ্ধাপরাধে নিহত নিরপরাধ মানুষের মৃত্যু হৃদয়বিদারক।”

এছাড়াও তিনি যুদ্ধবিরতির প্রতি তাঁর প্রত্যাশা ও প্রার্থনার কথাও উল্লেখ করেন।

লানা ডেল রে’র এ মন্তব্য সামনে আসে এমন এক সময়ে, যখন গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। অনেক আন্তর্জাতিক তারকা, লেখক, শিল্পী ও সচেতন নাগরিক ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন ও সোচ্চার হচ্ছেন।

এনএইচ/