
| 	
        
			
							
			
			  মাসউদুল কাদিরের দুটি ছড়া  
			
			
	
			
										প্রকাশ:
										০৯ জুলাই, ২০২৫,  ০১:৩৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বৃষ্টি বৃষ্টি এখন পড়ছে কেবল বান তুফানের বেশে আকাশ কালো এই দুপুরে যাচ্ছে সময় কেশে। মধুমাসে মাঘের হাওয়া শীতল করা দিন টিনের চালে বৃষ্টি নূপুর রিন ঝিনা ঝিনঝিন। গাছগাছালি গোসল সেরে বলছি ডেকে ওই; লাগবে না আর বৃষ্টি পানি- ঠান্ডা লাগে সই। 
 আকাশ কাঁদে গোমড়া মুখে আকাশ কাঁদে চোখে অনেক জল মেঘের ভেলা পাচ্ছে খোঁজে- কীসের মনোবল। আকাশ এবং নদীর মাঝে বন্ধু বন্ধু ভাব ঘরবাড়ি তো যাচ্ছে ভেঙে কী আমাদের লাভ? পাহাড় ধসে নদী ভাঙে মানুষ রসাতলে মিষ্টি মাখা দিনগুলোতে কেমনে মানুষ চলে? আকাশ তুমি আবার কবে ফর্শামুখো হবে বৃষ্টি দিও রোদের ভেতর লাগবে ভালো তবে।  |