পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৫, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধে চলমান সহিংসতার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন।”

একইসঙ্গে তিনি জানান, মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন,
পুতিন আমাদের বিরুদ্ধে অনেক বাজে কথা বলেন। যদিও সবসময় ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায়, এসবের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি অনেক মানুষ হত্যা করছেননিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের সাধারণ মানুষও নিহত হচ্ছেন।

রাশিয়ার বিরুদ্ধে সিনেট থেকে প্রস্তাবিত নিষেধাজ্ঞার একটি বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। তবে তিনি স্পষ্ট করে বলেননি, আদৌ এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কি না।

ট্রাম্প বলেন, আমি আপনাদের এখনই কিছু বলতে চাই না। একটু চমক থাক না?” এরপর তিনি আলোচনা ঘুরিয়ে নিয়ে যান ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনার প্রসঙ্গে।

অন্যদিকে, একইদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ইউরোপ কখনো ইউক্রেনকে ছেড়ে দেবে না। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একটি জোট গঠন করে ইউক্রেনের পাশে থাকবে।

ম্যাক্রোঁ বলেন,
যুদ্ধবিরতির পথ তৈরিতে এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। কারণ ইউক্রেনে যা ঘটছে, তা সরাসরি ইউরোপের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর আঘাত।

ট্রাম্প একইদিনে জানান, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আরও প্রতিরক্ষামূলক অস্ত্র দেবে। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রের মজুদ কমে যাওয়ায় কিছু সরঞ্জাম সরবরাহ আপাতত স্থগিত রাখা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এ বিষয়ে একটি সক্ষমতা পর্যালোচনা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। তবে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেও তিনি সেই লক্ষ্য পূরণে সফল হননি।

গত মে মাসে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে একটি বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হলেও যুদ্ধবিরতি বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ইউক্রেনের সঙ্গে পরবর্তী আলোচনার সম্ভাব্য তারিখের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। তার ভাষায়, তারিখ চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।

এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে রাশিয়া। একইসঙ্গে তারা একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সোমবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে।

এনএইচ/