২১ জুলাই মাদরাসা  শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনে প্রস্তুতি সভা
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৫, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক

২১ জুলাই 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' পালন উপলক্ষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বাদ আসর রাজধানীর  বিমানবন্দর গোলচক্কর  সংলগ্ন জামিয়া বাবুস সালামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারিধারা, বাড্ডা, বসুন্ধরা, উত্তরা, টঙ্গী ও সাভারের অর্ধ শতাধিক মাদরাসা শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।সভায় দিনটি স্মরণীয় করে রাখতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'সহ ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়।

এ বিষয়ে উপস্থিত উলামায়ে কেরাম বলেন, ২১ জুলাই ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ সফলভাবে পালনের লক্ষ্যে নেওয়া পরিকল্পনা গুলো অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, নতুন প্রজন্ম ইতিহাস সচেতন ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের চেতনায় আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হবে—যা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ। তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমরা আশা করি, এ আয়োজন এক নতুন ইতিহাস রচনা করবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে আরও স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করবে।

এনএইচ/