মা-বাবার জন্য যেভাবে দোয়া করবেন
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৫, ০৮:১৮ সকাল
নিউজ ডেস্ক

পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে মা-বাবার জন্য দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব দোয়া সন্তানের কৃতজ্ঞতা, দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উত্তম মাধ্যম। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো:

 ১. সুরা বনি ইসরাঈল, আয়াত: ২৪

আরবি:

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ:

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা।

অর্থ:

হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি অনুগ্রহ করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

 ২. সুরা ইবরাহিম, আয়াত: ৪১

আরবি:

رَبَّنَا ٱغْفِرْ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

উচ্চারণ:

রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা, ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

অর্থ:

হে আমাদের রব! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে হিসাবের দিনে ক্ষমা করুন।

 ৩. সুরা নূহ, আয়াত: ২৮

আরবি:

رَّبِّ ٱغْفِرْ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنٗا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ

উচ্চারণ:

রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনা, ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনাত।

অর্থ:

হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে ঈমানদার হয়ে আমার ঘরে প্রবেশ করে তাকে এবং সব মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করুন।

৪. সুরা আহকাফ, আয়াত: ১৫

আরবি:

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحٗا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ ٱلْمُسْلِمِينَ

উচ্চারণ:

রাব্বি আওজিঊনি আন আশকুরা নি'আমাতাকাল্লাতি আন'আমতা আলাইয়্য্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা, ওয়া আ'মালা সালিহান তার্দ্বাহু, ওয়া আসলিহলি ফি যুররিয়্যাতি, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন।

অর্থ:

হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নিয়ামতের শোকর আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দিয়েছেন এবং আমি যাতে সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। আমার সন্তানদের মধ্যেও আপনি সৎকর্মপরায়ণতা সৃষ্টি করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করেছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।

এনএইচ/