
| 	
        
			
							
			
			  গাজায় বোমা বিস্ফোরণে  ৫ ইসরাইলি সেনা নিহত  
			
			
	
			
										প্রকাশ:
										০৮ জুলাই, ২০২৫,  ১২:১২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ জুলাই) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানে অংশ নেওয়া পদাতিক সেনারা ওই বিস্ফোরণের শিকার হন। তারা হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন, কোনো যানবাহনে ছিলেন না। নিহত পাঁচ সেনার মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন: স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) তারা দুজনেই জেরুজালেমের বাসিন্দা এবং আইডিএফ-এর কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বাকি নিহতদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানিয়েছে, অভিযানের আগে ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও মাইন বিস্ফোরণে সেনারা হতাহত হন, যা তাদের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছে। তারা বর্তমানে বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ আক্রমণ পরিচালনা করছে। অভিযানের লক্ষ্য—এলাকায় সক্রিয় স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা। এনএইচ/  |