২ শতাংশ শুল্ক কমিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি
প্রকাশ: ০৮ জুলাই, ২০২৫, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক কমানোর অনুরোধে সাড়া দিয়ে ২ শতাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে।

চিঠিতে ট্রাম্প জানান, আগস্ট ২০২৫ থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে। শুল্ক কমানো হলেও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে ট্রাম্প লেখেন:

“প্রিয় ড. ইউনূস,
এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী, যদিও উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি রয়েছে। ভবিষ্যতের বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য হবে বলে আশা করি।”

তিনি আরও লেখেন, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ হবে না। তবে বাংলাদেশের পণ্যে শুল্ক কম থাকলেও, উচ্চ শুল্ক এড়াতে হলে আমদানিকৃত পণ্যের মান ও উৎসকে অবশ্যই বিবেচনায় আনতে হবে।

চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন:

“যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে শুল্ক বাড়ায়, তাহলে সেই বাড়তি শুল্ক ৩৫ শতাংশের সঙ্গে যুক্ত হবে। আমাদের এই পদক্ষেপ বাংলাদেশের শুল্ক ও অ-শুল্ক নীতির সংস্কার নিশ্চিত করার জন্য জরুরি।”

শেষে তিনি লেখেন:

“বাংলাদেশ যদি মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে শুল্ক ও অ-শুল্ক বাধা কমাতে চায়, তাহলে বর্তমান সিদ্ধান্ত পর্যালোচনা করে শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই আপনার দেশের প্রতি অবিচার করবে না।”

গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিলে তা মাসের জন্য স্থগিত করা হয়, যার মেয়াদ জুলাই শেষ হচ্ছে। এই সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন।

এনএইচ/