ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে খুলনা হেফাজতের স্মারকলিপি পেশ
প্রকাশ:
০৮ জুলাই, ২০২৫, ০৭:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পবিত্র কাবাঘর, হাজরে আসওয়াদ ও হজসহ ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনার হেফাজতে ইসলামের নেতারা। সোমবার (৭ জুলাই) দুপুরে এ দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি খুলনা মহানগরীর শিপইয়ার্ডস্থ লবণচরা এলাকার আমজাদের পুত্র ‘মুরাদ বিন আমজাদ’ নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ নামাজ, পবিত্র হজ, হাজরে আসওয়াদে চুম্বন, কাবা শরিফ তাওয়াফ ও ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ নানাবিধ বিধান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম-বিদ্বেষী মন্তব্য করেছেন। অবিলম্বে মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভ‚মিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মহানগর সহ-সভাপতি মুফতি জিহাদুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ। এনএইচ/ |