ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জাতীয় তাফসীর পরিষদের
প্রকাশ: ০৬ জুলাই, ২০২৫, ০৯:১৭ রাত
নিউজ ডেস্ক

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় তাফসীর পরিষদ। সংগঠনের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এবং যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ আজ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের এ সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ। তারা অভিযোগ করেন, মানবাধিকার রক্ষার কথা বললেও জাতিসংঘ নিজেই বহুবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত হয়েছে। বিশ্ব মুসলিম সমাজ ইতোমধ্যে জাতিসংঘের পক্ষপাতমূলক ভূমিকার কারণে 'মুসলিম নিধন সংঘ' আখ্যা দিয়ে বিকল্প মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার দাবি তুলেছে।

বিবৃতিতে তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার নামে এদেশে ইসলামি উত্তরাধিকার আইন পরিবর্তনের অপচেষ্টা, সমতা ও যৌন শিক্ষা প্রচারের নামে দেশের সামাজিক-ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার ষড়যন্ত্র চলবে। ভবিষ্যৎ প্রজন্মকে জিনা-ব্যভিচার, সমকামীতা ও ট্রান্সজেন্ডার সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার পথ তৈরি হবে, যা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই মেনে নেবে না।

জাতীয় তাফসীর পরিষদ নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘ কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা আধিপত্য বরদাশত করবে না।

অবিলম্বে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এমএইচ/