আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক
প্রকাশ: ০৬ জুলাই, ২০২৫, ০৪:১৩ দুপুর
নিউজ ডেস্ক

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন মহান শিক্ষক, আদর্শ মা ও ধর্মপ্রাণ মুসলিম নারী। বার্ধক্যের পরও তিনি ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন এবং ফ্যাসিবাদী শক্তির জুলুমের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর একমাত্র সন্তান মাহমুদুর রহমানের ওপর নির্যাতনের সময় তিনি কেবল সন্তানকে সাহস দেননি, নিজেও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন।

নেতৃবৃন্দ মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম আজ ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এমএইচ/