
| 	
        
			
							
			
			  আশুরা উপলক্ষে আল জান্নাহ মাদরাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  
			
			
	
			
										প্রকাশ:
										০৫ জুলাই, ২০২৫,  ০৫:৫৫ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ঢাকা রামপুরায় আল জান্নাহ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র আশুরা উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত, হামদ- নাত, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আবৃত্তি ও আশুরা উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে রাজধানীর রামপুরার বউবাজার গলিতে আল জান্নাহ মহিলা মাদ্রাসা মিলনায়তনে পবিত্র আশুরা উপলক্ষে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা পেশ করেন রাজধানীর চৌধুরীপাড়া মাদ্রাসার শিক্ষক ও আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, আলজান্নাহ মহিলা মাদ্রাসা ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি করতে পেরেছে। বেশ কয়েকজন হাফেজা উপহার দিয়েছে। দেশের ক্রান্তিলগ্নে আল জান্নাহ মহিলা মাদ্রাসা ইলমে নববীর আলো জ্বেলে চলেছে। মুফতি হুমায়ুন আইয়ুব অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখলে, ধৈর্যধারণ করতে পারলে ফল বেরিয়ে আসে। এই মাদ্রাসারও ভালো ফল আসতে শুরু করেছে। বিশেষ অতিথির আলোচনায় জামিয়া কাসেম নানুতাবির সিনিয়র শিক্ষক মুফতি আবুল ফাতাহ কাসেমি বলেন, আমরা যদি একজন শ্রেষ্ঠ মা উপহার দিতে পারি তাহলে আমরা একটি সভ্য পৃথিবী নির্মাণ করতে পারব। আল জান্নাহ মহিলা মাদরাসা শ্রেষ্ঠ মা উপহার দেওয়ার চেষ্টা করছে। আদর্শ মানুষ গঠনে নিরলস ভূমিকা পালন করছে। আল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আলিফ বা থেকে শুরু করে কয়েকজন শিক্ষার্থী পবিত্র কালামে পাকের হিফজ সম্পন্ন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। শুধু আলেমা নারী শিক্ষিকাদের তত্ত্বাবধানে চলছে আল জান্নাহ মহিলা মাদ্রাসার পাঠদান। আদর্শ মা তৈরির পেছনে সর্বক্ষণিক প্রচেষ্টা করছেন আমাদের শিক্ষিকাগণ। আল্লাহ তাআলা সবাইকে জাযা খায়ের দান করুন। এমএইচ/  |