হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক নির্বাচিত হলেন মুফতি সালাহ উদ্দীন
প্রকাশ: ০৫ জুলাই, ২০২৫, ০৪:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি ও রাজধানীর ঐতিহ্যবাহী নিউস্কাটন দিলু রোড মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি সালাহ উদ্দীন হেফাজতের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) বেলা ১২ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে খাস কমিটির মিটিং রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী,যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি তার এই নির্বাচিত হওয়া নিঃসন্দেহে সংগঠনের জন্য কল্যাণকর ও আশাব্যঞ্জক এক পদক্ষেপ। ইসলামী অঙ্গনে তার নিষ্ঠা, যোগ্যতা ও নিরবচ্ছিন্ন অবদান হেফাজতের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক হবে ইনশাআল্লাহ। “তার ইলম, আমল, দায়ীসুলভ গুণাবলি ও দায়িত্বশীল মানসিকতা হেফাজতের সাংগঠনিক ও আর্থিক খাতে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি,আল্লাহ তা'আলা তাঁকে হেফাজতের দায়িত্ব সুচারুভাবে পালন করার তাওফিক দান করুন, ইখলাস ও আমানতের সাথে কাজ করে ইসলামের খেদমতে তিনি আরও অগ্রণী ভূমিকা রাখুন।

আই/এইচ