ফ্রিজে বৈদ্যুতিক শক: কারণ ও করণীয়
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৫, ০১:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ মিজানুর রহমান || গৃহস্থালির অন্যতম প্রয়োজনীয় উপকরণ ফ্রিজ। তবে মাঝে মাঝে এই দরকারি যন্ত্রটি বিপজ্জনক হয়ে উঠতে পারে—বিশেষ করে যখন ব্যবহারকারী হালকা বা মাঝারি মাত্রার বৈদ্যুতিক শকে আক্রান্ত হন। এমন শক সাধারণত ত্বক ফ্রিজের ধাতব অংশের সংস্পর্শে এলে অনুভূত হয় এবং পরিস্থিতিভেদে ভয়ানক বিপদও ডেকে আনতে পারে। কেন এমনটি ঘটে? বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক শক লাগার অন্যতম কারণ হলো লিকেজ কারেন্ট, যা সাধারণত পুরোনো ফ্রিজের কম্প্রেসর বা ভেতরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা থাকলে ঘটে। নিচে কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা হলো: ১. পুরনো ফ্রিজের কম্প্রেসর থেকে লিকেজ কারেন্ট নির্গত হতে পারে। এই সমস্যাগুলো এড়াতে নিচের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি: - কম্প্রেসর পরিবর্তন করে নতুনটি লাগানো। এ ধরনের কাজ ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি আপনি ইলেকট্রিক্যাল কাজের দক্ষতা না রাখেন, তবে অবশ্যই প্রশিক্ষিত টেকনিশিয়ানের সহায়তা নিন। সতর্ক ব্যবহার ও সময়মতো রক্ষণাবেক্ষণ ফ্রিজকে যেমন দীর্ঘস্থায়ী করে, তেমনি আপনাকেও নিরাপদ রাখে। এসএকে/ |