পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের
প্রকাশ:
০২ জুলাই, ২০২৫, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি এবং অস্থিতিশীল সরকার সৃষ্টি করতে পারে। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে এই বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করতে আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক ব্যবস্থা কতটুকু উপযোগী, সেটি বিবেচনা করা উচিত। তিনি সতর্ক করে বলেন, এই ব্যবস্থার মাধ্যমে পুনরায় স্বৈরাচারের পথ সুগম হতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর হবে। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি’র উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’- শীর্ষক আলোচনা সভা ও শহীদদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি দেশকে এমন একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে জনগণের কাছে ক্ষমতা থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিবর্তন সম্ভব হবে। তারেক রহমান নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার আশাবাদ ব্যক্ত করেন এবং দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভুলেনি। ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদের বাংলাদেশ কখনোই ভুলবে না। তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্থাপনায় নামকরণের ইচ্ছে আমাদের আছে। তিনি আরও বলেন, দেশের জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জাতীয় ইস্যুতে ঐকমত্য সৃষ্টি জরুরি। এমএইচ/ |