শৈলকুপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা
প্রকাশ: ০২ জুলাই, ২০২৫, ০২:৪২ দুপুর
নিউজ ডেস্ক

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা প্রতিনিধি)

শৈলকুপা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কবিরপুর হাসপাতাল জামে মসজিদে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে হাফেজ ইকরামুল ইসলামকে সভাপতি এবং হাফেজ হুসাইন আহমাদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লাল, উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শৈলকুপায় খেলাফত যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি ইসলাম, আদর্শ ও নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান তারা।

পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/