শৈলকুপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
০২ জুলাই, ২০২৫, ০২:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মোঃ আব্দুল আলিম (শৈলকুপা প্রতিনিধি) শৈলকুপা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কবিরপুর হাসপাতাল জামে মসজিদে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে হাফেজ ইকরামুল ইসলামকে সভাপতি এবং হাফেজ হুসাইন আহমাদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লাল, উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শৈলকুপায় খেলাফত যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি ইসলাম, আদর্শ ও নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান তারা। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসএকে/ |