৬ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: ০২ জুলাই, ২০২৫, ০১:২৪ দুপুর
নিউজ ডেস্ক

দেশের ছয় জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সকাল থেকে শুরু হয়ে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানান, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর সঙ্গে যুক্ত হয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে।

আগামী কয়েক দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এর মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসএকে/