জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান
প্রকাশ: ০১ জুলাই, ২০২৫, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক

‘জুলাই বিক্রি হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক আবু ত্ব-হা আদনান।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু ত্ব-হা আদনান তার পোস্টে বলেন, জুলাইয়ের মাজলুমদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই আজ আফসোসের সাথে স্বীকার করে নিতে হয় যে ‘জুলাই বিক্রি হয়ে গেছে!’

তিনি আরো বলেন, তবুও আমরা আশা রাখি, আবারও সেই নিভে যাওয়া মৃত ছাইগুলো আলো হয়ে জ্বলে উঠবে এই শহীদি বাংলায়! মিথ্যে কোনো মরিচিকা রুপে নয়, ইনসাফের তৃষ্ণায় এক মৃতপ্রায় জাতির হৃদয়ের স্পন্দন হয়ে।

এমএইচ/