
| 	
        
			
							
			
			  ইসলামী বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  
			
			
	
			
										প্রকাশ:
										২৮ জুন, ২০২৫,  ০৫:৩৯ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. উবাইদুল হক। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাখা সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, "পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে বলে জানানো হয়। এমএইচ/  |