
| 	
        
			
							
			
			  ইসরায়েলের প্রতি আমেরিকানদের মধ্যে সমর্থন কমেছে: জরিপ  
			
			
	
			
										প্রকাশ:
										২৬ জুন, ২০২৫,  ০৮:২৩ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, নতুন জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে, বিশেষ করে তরুণদ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং হ্যারিস পোল-এর একটি সমন্বিত জরিপে দেখা গেছে, গত দুই বছরে জরিপ করা আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সামগ্রিক সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদপত্রটি বলেছে, অন্যদিকে ইসরায়েলের বিরোধীদের শতাংশ ২১ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করেছে, হামাসের প্রতি সমর্থনও বাড়ছে। ২৫ শতাংশ মার্কিন উত্তরদাতা বলেছেন, তারা ইসরায়েলের যুদ্ধে হামাসকে সমর্থন করেছেন, যেখানে গত নভেম্বরেও এই সংখ্যা ছিল মাত্র ১৬ শতাংশ। তরুণদের মধ্যে হামাসের প্রতি সমর্থন সবচেয়ে বেশি দেখা গেছে বলে জরিপে উঠে এসেছে। ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৪৭ শতাংশ বলেছেন, তারা ইসরায়েলের চেয়ে হামাসকে বেশি সমর্থন করেন এবং ২৫-৩৪ বছর বয়সীদের মধ্যে ৩৮ শতাংশ বলেছেন, তারা হামাসকে বেশি সমর্থন করেন। তথ্যসূত্র: আল জাজিরা এমএইচ/  |