
| 	
        
			
							
			
			  ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ জুন, ২০২৫,  ০৭:৩৪ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল থামির সাথে ইরানের কর্মকর্তদের ফোন আলাপের মাধ্যমে তেহরানের সম্মদি আদায় হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্র্র্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে , এবং তেহরানকে রাজি করাতে দোহার সহয়াতা চান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো। এনএইচ/  |