মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ
প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে চলমান ইসরাইলি সামরিক অভিযান নিয়েও কথা বলেন।

শুক্রবারের ফোনালাপে দুই নেতা সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তারা এই অঞ্চলজুড়ে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্বের উপরও জোর দেন।

সূত্র : আরব নিউজ

এমএইচ/