ইরানে ইসরাইলী বিমান হামলা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে - খেলাফত মজলিস
প্রকাশ:
১৩ জুন, ২০২৫, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা, ১৩ জুন ২০২৫: আজ ভোররাতে ইরানে ইসরাইলী বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল তার সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে। এই হামলা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরাইলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে। বার্তা প্রেরক (প্রকৌশলী আবদুল হাফিজ খসরু) কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক খেলাফত মজলিস আরএইচ/ |