
| 	
        
			
							
			
			  ব্যবসায়ী সাহাবিদের সাফল্যের মূলমন্ত্র  
			
			
	
			
										প্রকাশ:
										১০ জুন, ২০২৫,  ০৮:১১ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 || মুহাম্মদ মিজানুর রহমান || সাহাবিরা ছিলেন নক্ষত্র স্বরুপ। যেকোনো একজন সাহাবিকে অনুসরণ করলেও মুমিন সত্য সরল পথে চলতে পারবে। কারণ, সাহাবারা নবী (সাঃ)-এর সংস্পর্শে থেকে বহু গুণে গুণান্বিত ছিলেন। সাহাবিদের মধ্যে ব্যবসাকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তাদের সিংহভাগই পেয়েছিলেন ঈর্ষণীয় সাফল্য। তারা শুধু দুনিয়াবি সফলতাই পাননি, বরং আখেরাতেও হবেন আল্লাহর প্রিয় বান্দা। তাদের এই ব্যবসায়িক সাফল্যের পেছনে কিছু গুণ ছিল, যা আজও অনুসরণযোগ্য: ১. ঈমানদারিতা ও তাকওয়া:   ২. সততা ও আমানতদারি:   ৩. উত্তম চরিত্র ও ভালো ব্যবহার:   ৪. নিয়ত শুধরানো:   ৫. সময়মতো দান ও খরচ:   ৬. ধৈর্য ও কষ্ট সহ্য করার মানসিকতা:   সাহাবিদের ব্যবসায়িক গুণগুলোর ভিত্তি ছিল ইসলামের নৈতিকতা ও আল্লাহভীতির শিক্ষা। তাই তাদের সাফল্য শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা দুনিয়া ও আখেরাতে তাদের মর্যাদা উন্নীত করেছে। এমএম/  |